শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সবশেষ

ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচনঃ প্রেস সচিব শফিকুল আলম

প্রেস সচিব শফিকুল আলম

২০২৫ সালের ডিসেম্বর বা খুব বেশি হলে ২০২৬ সালের মার্চের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হবে; এমনটাই ধারণা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

২৪ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। শফিকুল আলম বলেন-

‘এটি (নির্বাচন) নিয়ে অনেকবার কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অনেক উপদেষ্টাও কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে দুটি সময় বলেছিলেন। একটি হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের (চলতি বছরের) মধ্যে নির্বাচন হবে। আর যদি তারা চান যে আমরা আর কিছুদিন থাকি, সে ক্ষেত্রে উনি (প্রধান উপদেষ্টা) বলেছিলেন প্রথমার্ধে (২০২৬ সালের) হবে। কিন্তু এখানে একটি বাস্তব বিষয় হলো, এপ্রিল মাস থেকে কালবৈশাখী এবং ঝড়বৃষ্টির সময় শুরু হয়ে যায়। এপ্রিলের পর আবার জুনে বর্ষা শুরু হয়ে যায়। ফলে ওই তিনটি মাস নির্বাচনের জন্য অতটা উপযোগী না। সে জন্য আমাদের ধারণা, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে নতুবা সর্বোচ্চ মার্চের মধ্যে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *