বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ‘আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। আমাদের বাইরেও গত জুলাই-আগস্ট মাসে আমরা দেখেছি কীভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার-নির্যাতন হয়েছে, কীভাবে ১৪০০ মানুষ শহীদ হয়েছেন আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য। কিন্তু আমাদেরকে থেমে থাকলে চলবে না। আমাদেরকে সামনে এগোতে হবে।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তিনি বলছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্ক হবে। এ ব্যাপারে তিনি সতর্ক করতে গিয়ে বলেন-
‘খেয়াল রাখতে হবে তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশের এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক বা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না। এমন কেউ সুযোগ পেয়ে যাক, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।’
তারেক রহমান সতর্ক থাকার পরামর্শ দিয়ে আরও বলেন- অযাচিত তর্ক-বিতর্ক করে জনগণ ও দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যাই।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।