মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মোঃ শামীম আহসান একজন প্রবাসীর জামার কলার ধরে আছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমন দৃশ্য দেখে প্রবাসীসহ অনেকেই সমালোচনামুখর হয়েছেন। এই ঘটনাটি নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, পোস্টটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে তা হাইকমিশনার মোঃ শামীম আহসান এর নয়।
পাঠকদের জন্য পুরো বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো-
সম্প্রতি বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর-এ দায়িত্বরত মান্যবর হাইকমিশনার মোঃ শামীম আহসান কর্তৃক ‘জনৈক প্রবাসীকে লাঞ্ছিত করার’ দাবি করে ছবিসহ একটি বিভ্রান্তিকর পোস্ট ফেসবুকের মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে হাইকমিশন অবহিত হয়েছে। এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পোস্টটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে তা মান্যবর হাইকমিশনারের ছবি নয়।এ ধরণের অসত্য, বানোয়াট এবং মানহানিকর তথ্য প্রচার বা শেয়ার না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
এ বিষয়ে আরো উল্লেখ্য পোস্টটিতে ব্যবহৃত ছবির সাথে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য ইতোপূর্বে হাইকমিশন থেকে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মান্যবর হাইকমিশনার মোঃ শামীম আহসান -এর অফিসিয়াল ছবি সংযুক্ত করা হলো।