মে মাসে বন্ধ হয়ে যাচ্ছে ‘স্কাইপে’। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ এই ঘোষণা দিয়েছে স্কাইপে’র মালিক প্রতিষ্ঠান মাইক্রোসফট। সেখানে বলা হয়েছে-
২০২৫ সালের মে মাস থেকে আর স্কাইপে পাওয়া যাবে না। এরপর থেকে স্কাইপে একাউন্ট দিয়েই মাইক্রোসফট টিমস এ ফ্রি যুক্ত হওয়া যাবে। স্কাইপের সাথে থাকার জন্য ধন্যবাদ।
২০০৩ সালে যাত্রা শুরু করে স্কাইপে। ২০১১ সালে ৮.৫ বিলিয়ন ডলার দিয়ে প্রতিষ্ঠানটি কিনে নেয় মাইক্রোসফট। একসময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও কলিং মাধ্যম ছিল স্কাইপে। ২০২১ এর জুনের দিকে ধারণা করা হচ্ছিল যে, স্কাইপের শেষের যাত্রা শুরু হয়ে গেছে। অবশেষে সেই যাত্রা শেষ হলো।