দেশের বাজারে ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৫ প্রো’ মডেলের এই স্মার্টফোনটি আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশন এর পাশাপাশি বুয়েট এর ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’ এ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। অপোর দাবী, স্মার্টফোনটিতে রয়েছে- ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ রেটিংস- যা কি না পানি ও ধূলা থেকে মোবাইলকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে। পাশাপাশি ফাইবার গ্লাস লেদার ডিজাইন স্মার্টফোনটিকে দিয়ে আভিজাত্যের ছোঁয়া।
রবিবার (৯ মার্চ, ২০২৫) রাজধানী ঢাকার একটি অভিজাত কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি উন্মোচন করেছে। এতে উপস্থিত ছিলেন ডিভাইসটির ‘প্রোডাক্ট অ্যাম্বাসাডর’ ক্রিকেটার ‘অলরাউন্ডার’ মেহেদী হাসান মিরাজ। স্মার্টফোনটির প্রি-অর্ডার মুল্য ২৩ হাজার ৯৯০ টাকা।
অপো বাংলাদেশের অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং জানান, ‘আমরা গ্রাহকদের কাছে অলরাউন্ড ‘অপো এ৫ প্রো’ পৌঁছে দিতে পেরে আনন্দিত। এটি ব্যবহারকারীদের একই সঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে।’
 
				 
															 
															 
															






