সোমবার, ৭ এপ্রিল ২০২৫

সবশেষ

গোপনে প্রবাসীর স্ত্রীর ভিডিও ধারণ, চাঁদা দাবি; গ্রেপ্তার দুই যুবক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে প্রবাসীর স্ত্রীর গোপন মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে নুর মোহাম্মদ আরিফ (২১) ও শাহাজানের ছেলে শাখাওয়াত হোসেন আকাশ (২৫)।

ঘরের চালের ফাঁক দিয়ে ভিডিও!

মামলার সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত দুই যুবক দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুরুচিপূর্ণ মন্তব্য করে হয়রানি করে আসছিল। গত সোমবার রাতে গৃহবধূ নিজ কক্ষে এলার্জির ওষুধ লাগাতে গেলে ওঁত পেতে থাকা যুবকেরা ঘরের চালের ফাঁক দিয়ে তার গোপন ভিডিও ধারণ করে।

পরদিন মঙ্গলবার তারা গৃহবধূর কাছে সেই ভিডিও দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে যান। পরে সবার পরামর্শে তিনি কোম্পানীগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আরিফ ও আকাশকে গ্রেপ্তার করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান,

“অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের দাবি, প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ দরকার। বিশেষ করে নারী নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপ আরও জোরালো করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *