সোমবার, ৭ এপ্রিল ২০২৫

সবশেষ

৮ মাসের বন্দিজীবন শেষে দেশে ফিরলেন সৌদিপ্রবাসী ১০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে সৌদি আরবে আটক হওয়া ১০ জন প্রবাসী বাংলাদেশি দীর্ঘ আট মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

প্রবাসী সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিরা এ ঘটনাকে ঘিরে উৎসব পালন করেন। সৌদি আরবেও অবস্থানরত কিছু বাংলাদেশি আনন্দ মিছিল ও প্রীতিভোজের আয়োজন করেন। পরবর্তীতে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে ওই অনুষ্ঠানে যুক্ত ১২ জন বাংলাদেশিকে আটক করে।

আটকের পর তাঁদের বিরুদ্ধে সৌদি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে মামলা করা হয় এবং শুরু হয় দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়া। অবশেষে প্রয়োজনীয় কূটনৈতিক প্রচেষ্টা, সরকারের হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহায়তায় আটককৃতদের মধ্যে ১০ জনকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়।

দেশে ফেরা প্রবাসীরা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন,

“আমরা একসময় ভেবেছিলাম হয়তো আর কখনো দেশে ফিরতে পারব না। অবশেষে বাংলাদেশের মানুষের, সরকারের ও আন্তর্জাতিক সহযোগীদের প্রচেষ্টায় আমরা মুক্ত হতে পেরেছি। এখন শুধু পরিবারকে জড়িয়ে ধরার অপেক্ষা।”

তাঁরা জানান, পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া এবং অন্যান্য কাগজপত্রের জটিলতায় বাকি দুজন এখনও সৌদি আরবেই অবস্থান করছেন। সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে বাংলাদেশ দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, “এটি একটি কূটনৈতিক সফলতা। আমরা সবসময় চেয়েছি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে। এই ঘটনাটি প্রমাণ করে, দেশের বাইরে কেউ বিপদে পড়লে রাষ্ট্র তার পাশে দাঁড়ায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *