শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সবশেষ

বিডিআর হত্যাকাণ্ড: তদন্তে গতি, জুনের মধ্যে প্রতিবেদন চূড়ান্তের আশা প্রধান উপদেষ্টার

বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে গতি এসেছে বলে জানিয়েছে তদন্ত কমিশন। আগামী জুন মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কমিশনের সদস্যরা। আজ বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে তদন্তের সর্বশেষ অগ্রগতি জানানো হয়। সাক্ষাৎ শেষে তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেন-

“আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ঘটনাটি ১৬ বছর আগের, অনেকেই বিদেশে রয়েছেন বা অবস্থান পরিবর্তন করেছেন। এতে কিছুটা সময় লাগছে, তবে তদন্ত এগিয়ে যাচ্ছে।”

তিনি জানান, “তদন্তের স্বার্থে ২৩ জন বিদেশে অবস্থানরত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এর মধ্যে ৮ জন সাক্ষাৎ দিতে সম্মত হয়েছেন। এছাড়া আমরা কারাগারে থাকা কয়েকজন আসামির সাক্ষাৎকারও গ্রহণ করেছি।” বিডিআর হত্যাকাণ্ডের ধরন প্রসঙ্গে আলম ফজলুর রহমান বলেন-

“আমরা খতিয়ে দেখছি হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্ন। ডিজি হত্যার পরপরই ধারাবাহিকভাবে অন্যান্য অফিসারদের হত্যা করা হয়েছে। এটি যে পরিকল্পিত হত্যাকাণ্ড, তা স্পষ্ট। এটি যেন পলাশীর ইতিহাসের পুনরাবৃত্তি—এর গভীরে শিকড় রয়েছে, সেটি খুঁজে বের করাই এখন আমাদের দায়িত্ব।”

কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এমন ভয়াবহ হত্যাকাণ্ডের পরও আজ পর্যন্ত একজনও কর্মকর্তা কিংবা কর্মচারীকে দায়ী করা হয়নি, সরানো হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যবস্থার সম্মিলিত ব্যর্থতা।” সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন-

“জাতি আজও এই নৃশংস হত্যাকাণ্ডের উত্তর খুঁজছে। যারা নিজের অফিসারদের এত মসৃণভাবে হত্যা করেছে, সেই ঘটনার রহস্য উদঘাটন করতেই হবে। কমিশনকে সফল হতেই হবে, এ ঘটনার সমাপ্তি টানতে হবে।”

তিনি আশ্বাস দেন, তদন্ত কমিশনের কাজ নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিগ্রেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন ও এ টি কে এম ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *