শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সবশেষ

কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লাখ টাকা ছিনতাই, অজ্ঞাত প্রাইভেটকারে পালায় দুর্বৃত্তরা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় এক প্রবাসীর কাছ থেকে প্রকাশ্যে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসীর নাম জাকির হোসেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মাটিখোলা চিতেস্বরি এলাকার মমির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কালিয়াকৈর বাজার এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে ১৪ লাখ টাকা উত্তোলন করে সাহেব বাজারের ব্র্যাক এনজিও অফিসে যাচ্ছিলেন জাকির হোসেন। পথিমধ্যে একটি অজ্ঞাত প্রাইভেটকার তাঁর অটোরিকশার সামনে গিয়ে গতি রোধ করে। এরপর কার থেকে নামা ৩–৪ জন যুবক হঠাৎ করে তাঁর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যায়।

প্রবাসীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত গাড়ি নিয়ে সটকে পড়ে। পরে জাকির হোসেন কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) যোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“বিকেলে এক প্রবাসীর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের খবর পেয়েছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। আমরা খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করে টাকা উদ্ধারে পদক্ষেপ নিচ্ছি।”

স্থানীয়রা বলছেন, ব্যাংক ও এনজিও অফিসগুলোর নিরাপত্তা জোরদার না হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তার দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *