গাজা উপত্যকায় ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে—এমন খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার সিভিল ডিফেন্স বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, অন্তত তিনটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। হামলার বিস্তারিতও এখনো প্রকাশ করা হয়নি।
তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গাজায় ইসরায়েলি সেনাদের ওপর হামলার দায়ে হামাসকে ‘চরম মূল্য’ দিতে হবে। তিনি অভিযোগ করেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় আইডিএফ সদস্যদের ওপর আক্রমণ চালিয়েছে।
কাটজ বলেন,
“আজ গাজায় হামাসের এই আক্রমণ এক উজ্জ্বল লাল রেখা অতিক্রম করেছে। এর জবাব আইডিএফ ভয়াবহ শক্তি দিয়ে দেবে। নিহত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার চুক্তি ভঙ্গের জন্য হামাসকে সুদসহ মূল্য দিতে হবে।”
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়ে গেছে। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে, যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক পক্ষগুলো পক্ষগুলিকে সংযমের আহ্বান জানিয়েছে।







