শনিবার, ১ নভেম্বর ২০২৫

সবশেষ

প্রবাসীদের নিয়ে ফেসবুকে কটূক্তি: সওজের উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমান প্রত্যাহার

উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমান

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রবাসীদের নিয়ে কটূক্তি করায় টাঙ্গাইলের মির্জাপুর সড়ক ও জনপথ (সওজ) উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সওজের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান।

মির্জাপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা জানান, আনিছুর রহমানকে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। এরই মধ্যে তাঁকে টাঙ্গাইল জেলা থেকে ময়মনসিংহ জোনের অধীনে থাকা রাজশাহী জোনের সিরাজগঞ্জে বদলি করা হয়েছে। তবে বদলি হওয়া সত্ত্বেও তাঁকে কারণ দর্শানোর চিঠির জবাব দিতে হবে।

এর আগে টাঙ্গাইল সওজের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। সরকারি কর্মচারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে ওই নোটিশে বলা হয়, কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

সওজ সূত্রে জানা গেছে, সখীপুর উপজেলার কচুয়া বাজার থেকে কুতুবপুর বাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের তত্ত্বাবধান করছিলেন আনিছুর রহমান। ওই কাজের নিম্নমান নিয়ে স্থানীয় এক ব্যক্তি, আল মামুন, ফেসবুক লাইভে অভিযোগ তোলেন। পোস্টে অনেকেই মন্তব্য করলে আনিছুর রহমান সেখানে লিখেন-

“বিদেশি কামলারাও যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে দেশের ১৮টা বাজবে।”

প্রবাসীদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্যে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। সখীপুরসহ বিভিন্ন প্রবাসী সংগঠন তাঁর শাস্তি দাবি করে এবং বড়চওনা ইউনিয়নের প্রবাসীদের একটি সংগঠন শুক্রবার বিকেল ৩টায় মানববন্ধনের ঘোষণা দেয়। বিষয়টি নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খানের নজরে এলে তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেন।

এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমান বলেন,

“আমি আমার মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। ফেসবুকে ক্ষমা প্রার্থনা করে একটি স্ট্যাটাস ও ভিডিও বার্তাও দিয়েছি।”

মির্জাপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা বলেন,

“রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্যের ঘটনায় তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন। প্রশাসনিকভাবে তাঁকে সিরাজগঞ্জে বদলি করা হয়েছে।”

প্রকৌশলী আনিছুর রহমানের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *