রবিবার, ২ নভেম্বর ২০২৫

সবশেষ

ইতালির ক্রোতোনে প্রবাসী তরুণ সাকিবুল ইসলামের মৃত্যু

সাকিব সবসময় হাসিখুশি ছিল, সবার প্রিয় ছিল।

ইতালির কালাব্রিয়া অঞ্চলের ক্রোতোনে (Crotone) শহরে ঘুমের মধ্যে স্ট্রোকে মারা গেছেন সাকিবুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি। জানা গেছে, মৃত্যুর সময় তার বয়স ছিল ২৩।

গত ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ঘুমের মধ্যে ব্রেইন স্ট্রোক করেন তিনি। সাকিবুল ইসলামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে।

ইতালি প্রবাসী মোশায়েদ উল্লাহ মজুমদার ‘প্রবাস কথা’-কে জানান,

“রাত ১১টার দিকে ঘুমের মধ্যে স্ট্রোক করে সাকিব। তিনি ছিলেন একজন ভদ্র, পরিশ্রমী ও ঈমানদার তরুণ। একাধারে কুরআনের হাফেজ ছিলেন এবং ক্রোতোনে মসজিদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।”

আরেকজন ইতালি প্রবাসী বলেন,

“আমি এখনো বিশ্বাস করতে পারছি না। রাত ৯টায় সে নিজে আমাকে মেসেজ দিয়েছিল। আর রাত সোয়া ১২টার দিকে শুনি, সে আর এই দুনিয়ায় নেই। মাত্র দুই ঘণ্টার ব্যবধান… এটা কীভাবে সম্ভব ভাই! মনটা ভেঙে গেলো।”

জানা গেছে, সাকিব সবসময় হাসিখুশি ছিলেন এবং সবার প্রিয় ছিলেন। তার মৃত্যুতে ইতালির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *