রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

সৌদি আরবে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের ইকরা

সৌদি আরবের রিয়াদে চলছে ইসলামিক সলিডারিটি গেমস। শনিবার (৮ নভেম্বর) মেয়েদের ভারত্তোলনে ৫৩ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের মারজিয়া আক্তার ইকরা। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ইকরা ১৬৩ কেজি ভার তুলে এই পদক অর্জন করেন।

৫৩ কেজিতে আটজন নারী ভারত্তোলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ জেতেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান। আর আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন।

তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক ছিল আরচ্যারিতে। এবার সৌদির রিয়াদে আরচ্যারি ও শ্যুটিং নেই। এই দুটি খেলা না থাকায় বাংলাদেশের পদকের সম্ভবনা ও প্রত্যাশা তেমন ছিল না। এ অবস্থায় ভারত্তোলনে ইকরার ব্রোঞ্জ যেন অনেকটা চমকই।

গতকাল বাংলাদেশের আরও দুই ভারত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম আর ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হন। আজ রোববার (৯ নভেম্বর) এসএ গেমসে দুইবারের স্বর্ণজয়ী নারী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর খেলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *