সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায়।

আজ রোববার (১৬ নভেম্বর) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

সিইসি দলীয়ভাবে আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “খুব শিগগিরই আমরা নির্বাচনের মুখোমুখি হবো। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায়।”

নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপ আজ সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শুরু হয়েছে, যা বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। গণফোরামসহ ৬ দলের সঙ্গে সংলাপ চলছে। অন্য দলগুলো হলো— গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্বে আরও ৬টি দলের সঙ্গে আলোচনা করবে ইসি। দলগুলো হলো বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বর্তমানে বিএনপি, জামায়াতসহ ৫৩টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *