বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

সীমান্তে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

পাইনবুড়গঞ্জের শিবগঞ্জের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।

গত বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণের জরুরি বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সমাবেশে মিলিত হবে, যেখানে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।

আরও পড়ুনঃ চাঁদা না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আঙুল কেটে দিলো দুর্বৃত্তরা

জামায়াতে ইসলামী নেতারা হত্যার পর মরদেহ নদীতে ফেলার ঘটনাকে মানবতার চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন এবং ভারতের বর্বরতার অভিযোগ তুলেছেন। তারা সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্মপরিষদের নেতৃবৃন্দ, মহানগর দক্ষিণের নায়েবে আমির, সহকারী সেক্রেটারি এবং বিভিন্ন থানা ও জোনের আমিররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *