অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, এই সরকার গণঅভ্যুত্থানের পর জনগণের অধিকার ও স্বার্থ নিশ্চিত করার জন্য গঠিত হয়েছে এবং জনগণের সিদ্ধান্ত অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হওয়ায় এর বৈধতা সংক্রান্ত কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা করা রায় বহাল রাখার পর এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও জানান, সুপ্রিম কোর্ট কোনো আইন প্রণয়ন বা পাশের নির্দেশ দিতে পারে না। তবে গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি বিচার করে জনগণের অধিকার নিশ্চিত করতে আদালতের মতামত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে তীব্র শীতের সূচনা
আসাদুজ্জামান বলেন, “অন্তর্বর্তী সরকার জনগণের সরকার। বিজয়ী জনতা যেভাবে সিদ্ধান্ত নেবেন, সেভাবেই এই সরকার গঠিত হবে। তাই এটিকে বিপ্লবী বা অগণতান্ত্রিক বলে উল্লেখ করার কোনো ভিত্তি নেই।” তিনি আরও ব্যাখ্যা দেন, অভ্যুত্থানের সময় সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি বসে সরকারের গঠন প্রক্রিয়ায় মতামত দিয়েছে, যা কোনো শুনানি বা জাজমেন্টের অংশ নয়। রাষ্ট্রপতির পক্ষ থেকে মতামত নেওয়ার প্রক্রিয়াটি আপিল বিভাগের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
যে কারণে, অন্তর্বর্তী সরকারের বৈধতা ও কার্যক্রম আইনসঙ্গত ও জনগণের স্বীকৃত হিসেবে গণ্য করা হচ্ছে।








