নতুন রাজনৈতিক দল হিসেবে জনতার দল ও আমজনতার দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের পথে এগোচ্ছে।
জনতার দলের নেতৃত্বে আছেন আহ্বায়ক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, সদস্য সচিব আজম খান, এবং মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র মেজর (অব.) ডেল এইচ খান। অন্যদিকে, তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দলও নিবন্ধন পাবে।
আরও পড়ুনঃ পুলিশি বাধায় বাম জোটের বিক্ষোভে সংঘর্ষ ও লাঠিপেটা
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পুনঃতদন্তে জেলা ও উপজেলা পর্যায়ে দলগুলোর কার্যক্রমের অস্তিত্ব নিশ্চিত হওয়ায় নিবন্ধনের শর্ত পূরণ হয়েছে। কমিশন নীতিগতভাবে এই দলগুলিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দলগুলোর নিবন্ধনের বিষয়ে কারও আপত্তি থাকলে ৯ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে। অনুমতি পেলে কমিশন শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এর আগে নতুন দুটি দল—একটি এনসিপি ও অন্যটি জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—নিবন্ধন পেয়েছে।








