বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

প্রবাসীদের কনস্যুলার সেবা জোহর বাহরুতে

বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সোসিয়েল অর্গানাইজেশন সকসো ও পারকেসোর যৌথ উদ্যোগে ২৯ নভেম্বর জোহর বাহরুর পারকেসো মিলনায়তনে সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পারকেসোর কর্মকর্তারা মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের প্রাপ্য সুবিধা ও অধিকার সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং তথ্যচিত্র প্রদর্শন করেন। এতে প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশী কর্মী অংশগ্রহণ করেন। হাইকমিশনার ও কর্মকর্তারা প্রবাসী কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পরামর্শ প্রদান করেন।

একই স্থানে পাসপোর্ট আবেদন গ্রহণ ও বিতরণসহ অন্যান্য কনস্যুলার সেবা দিনব্যাপী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *