বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। চিকিৎসার গন্তব্য হিসেবে লন্ডনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে ঠিক কখন তাকে নিয়ে যাওয়া হবে—তা নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেত এবং তার সামগ্রিক শারীরিক অবস্থার ওপর।
শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন পরিস্থিতির সর্বশেষ আপডেট তুলে ধরেন।
ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত পর্যবেক্ষণে রয়েছে এবং মেডিক্যাল বোর্ড নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার অগ্রগতি ও প্রস্তুতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং সব ধরনের সমন্বয় করছেন।
তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা দান করেন।” একইসঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য, গুজব বা অতিরঞ্জিত খবর না ছড়ানোর অনুরোধ জানান।







