জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে আইনজীবীর মাধ্যমে এ আপিল করেন তিনি।
এর আগে, গত ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক আইজিপি মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন।
ট্রাইব্যুনালের বিচারক বলেন, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কথা আগেও উল্লেখ করেছি, তিনি এই মামলার বিচারে অবদান রেখেছেন। তিনি সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তৎকালীন পরিস্থিতি প্রকাশ করেন। তিনি স্বীকার করেন যে, ৩৬ দিনের এই আন্দোলনের সময় তিনি সমস্ত ঘটনার সাথে জড়িত ছিলেন। তার এই অবদান ট্রাইব্যুনালকে সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য সহায়তা করে। তাই তার অপরাধের গভীরতা বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা থাকলেও, তা কমিয়ে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হল।
মামলার অপর দুই আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সেইসাথে, তাদের দুজনের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেয়ার নির্দেশও দেয়া হয়।








