শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

সবশেষ

মালয়েশিয়া প্রবাসীদের ই-পাসপোর্ট সেবার ফি ১৫ শতাংশ কমেছে

বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, মালয়েশিয়া

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের জন্য এটা একটা ভালো খবর বটে। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন ই-পাসপোর্ট সেবার ফি পুনর্নির্ধারণ করেছে। ১৯ জানুয়ারি থেকে নতুন এই ফি কাঠামো কার্যকর হচ্ছে। এতে মালয়েশিয়ান রিংগিতে পরিশোধযোগ্য ই-পাসপোর্ট ফি গড়ে প্রায় ১৫ শতাংশ কমেছে। দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হারে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রেক্ষাপটে ই-পাসপোর্ট সেবার ফি পুনঃনির্ধারণ করা হয়েছে।

ক্যাটেগরি অনুযায়ী ই-পাসপোর্ট সেবার সংশোধিত ফি’র তালিকা 

  • সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরি

৪৮ পাতা (৫ বছর): আগে ১৬৪ রিঙ্গিত → এখন ১৪০ রিঙ্গিত

৪৮ পাতা (১০ বছর): আগে ২৭৩ রিঙ্গিত এখন ২৩৩ রিঙ্গিত

৬৪ পাতা (৫ বছর): আগে ৮১৭ রিঙ্গিত → এখন ৬৯৫ রিঙ্গিত

৬৪ পাতা (১০ বছর): আগে ৯৫৩  রিঙ্গিত → এখন ৮১০ রিঙ্গিত

  • অন্যান্য ভিসা ক্যাটাগরি (পেশাজীবী ও অন্যান্য)

৪৮ পাতা (৫ বছর): আগে ৫৪৫ রিঙ্গিত → এখন ৪৬৫ রিঙ্গিত

৪৮ পাতা (১০ বছর): আগে ৬৮১ রিঙ্গিত → এখন ৫৮০ রিঙ্গিত

৬৪ পাতা (৫ বছর): আগে ৮১৭ রিঙ্গিত → এখন ৬৯৫ রিঙ্গিত

৬৪ পাতা (১০ বছর): আগে ৯৫৩  রিঙ্গিত → এখন ৮১০ রিঙ্গিত।

ইএসকেএল সার্ভিস চার্জ

আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং এবং পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার জন্য সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্যান্য আবেদনকারীদের ৬০ রিঙ্গিত প্রদান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *