রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

ইতালিতে পুলিশের গুলিতে ২০ বছর বয়সী যুবক নিহত

ইতালির মিলানের রোগোরেডো এলাকায় পুলিশের গুলিতে ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে ভিয়া ইম্পাস্টাতো এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি মাদক ব্যবসার জন্য পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, মেসেনেট পুলিশ স্টেশনের সাদা পোশাকে দায়িত্ব পালনরত একটি টহল দলের দিকে বন্দুক হাতে এগিয়ে যান ওই যুবক। তাঁকে সশস্ত্র অবস্থায় দেখে পুলিশ সদস্যরা গুলি চালান। এতে তিনি গুরুতর আহত হন।ঘটনাস্থলে দ্রুত ১১৮ নম্বর জরুরি সেবার চিকিৎসক দল পৌঁছালেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসার চেষ্টা ব্যর্থ হলে ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। প্রাথমিক প্রতিবেদনে তাঁকে বিশের কোঠায় বয়সী উত্তর আফ্রিকান বংশোদ্ভূত একজন নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। পরে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, যুবকের হাতে থাকা বন্দুকটি ছিল ফাঁকা গুলি ছোড়ার একটি প্রতিরূপ অস্ত্র।

ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুলি চালানোর পরিস্থিতি ও এর প্রয়োজনীয়তা যাচাই করতে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়াও চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *