শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সবশেষ

নড়িয়ায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১২

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাইলট মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দুটি দলের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।

সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *