রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

শুরু হলো চার দিনের ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’

বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬), রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুরু হয়েছে চার দিনের ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল পণ্যের সর্বশেষ অগ্রগতি তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে উদ্ভাবন ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এই এক্সপোতে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে স্মার্ট ডিভাইস, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি (IoT), স্মার্ট হোম সল্যুশন, গেমিং গ্যাজেটসহ আধুনিক প্রযুক্তি পণ্যের নানা স্টল স্থান পেয়েছে। পাশাপাশি থাকছে সেমিনার, কর্মশালা ও স্টার্টআপ প্রদর্শনী।

আয়োজকরা জানান, এই আয়োজন প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য নতুন ধারণা ও সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং দেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্সপোটি আগামী চার দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *