বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬), রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুরু হয়েছে চার দিনের ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল পণ্যের সর্বশেষ অগ্রগতি তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে উদ্ভাবন ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
এই এক্সপোতে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে স্মার্ট ডিভাইস, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি (IoT), স্মার্ট হোম সল্যুশন, গেমিং গ্যাজেটসহ আধুনিক প্রযুক্তি পণ্যের নানা স্টল স্থান পেয়েছে। পাশাপাশি থাকছে সেমিনার, কর্মশালা ও স্টার্টআপ প্রদর্শনী।
আয়োজকরা জানান, এই আয়োজন প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য নতুন ধারণা ও সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং দেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এক্সপোটি আগামী চার দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।








