রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

ভারতে আ.ট.ক ১২৮ মৎস্যজীবীকে দেশে ফেরালো বাংলাদেশ

প্রতিবেশী রাষ্ট্র ভারতে আটকে থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী অবশেষে ফিরে এসেছেন নিজ দেশে। বাংলাদেশ সরকারের উদ্যোগে সম্পন্ন এই প্রত্যাবাসনের বিষয়টি ইতোমধ্যেই গণমাধ্যমকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় এই মৎস্যজীবীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। একই প্রক্রিয়ায় বাংলাদেশে আটকে থাকা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকেও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সমুদ্রসীমা বরাবর নির্ধারিত স্থানে বাংলাদেশ কোস্ট গার্ড পাঁচটি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে গ্রহণ করে। একই সময়ে ভারতের মালিকানাধীন দুটি ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

এই পুরো প্রত্যাবাসন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।

দীর্ঘদিনের অনিশ্চয়তা শেষে মৎস্যজীবীদের এই প্রত্যাবর্তন তাদের পরিবার ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *