শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সবশেষ

“প্রবাসীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের নাটক: খলনায়ক স্বয়ং ভায়রা ভাই!”

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজালাল হালদার ওরফে সাহা (৩৮), খোকন হালদার (৩২), ইকবাল হোসেন (৩০)। তারা টঙ্গীবাড়ি উপজেলার ধোপড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৩০জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংতে তিনি একথা জানান।

জেলা পুলিশ সুপার মো.মেনহাজুল আলম জানান, গত বছরের (২৮ডিসেম্বর) সদরের রিকাবী বাজার সিটি ব্যাংক থেকে প্রবাসী কাইয়ুম খান (৩৮) পাঠানোর দশ লাখ টাকা উত্তোলন করেন তার স্ত্রীর বোনের স্বামী শাহজালাল ওরফে সাহা (৩২)। ব্যাংক থেকে টাকা উঠিয়ে তার স্ত্রী ও কাইয়ুমের বোন হালিমা বেগম (৪৫) সহ ব্যাটারি চালিত মিশুকযোগে টঙ্গীবাড়ির সেরাজাবাদ যাওয়ার পথে আলদী বাজারের ঋষিবাড়ি ব্রীজে পৌঁছালে দুইজন অজ্ঞাতনামা ছিনতাইকারী মুখ বেধে মোটর সাইকেল যোগে এসে টাকা ভর্তি ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়।

পরে প্রবাসীর বোন হালিমা বেগম বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। গত ২৯ জানুয়ারিতে
বিভিন্ন গোয়েন্দা তথ্য বিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে একটি পুলিশের চৌকস টিম। তাদের কাজ থেকে লুন্ঠিত ১০ লাখ টাকাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসা করলে তারা জানান, ‘প্রবাসী কাইয়ুম খানের ভায়রা ভাই শাহজালাল হালদার ওরফে সাহা (৩৮) যিনি ব্যাংক থেকে টাকা তুলে টাকার ব্যাগটি নিজেই বহন করে নিয়ে যাচ্ছিলেন। তিনি এই ছিনতাইয়ের পরিকল্পনা-পূর্বক ছিনতাইয়ের নাটক সাজান। তার দুই বন্ধুর সাথে আলোচনা করে তার ভায়রা ভাইয়ের বিদেশ থেকে পাঠানো ১০ লাখ টাকা আত্মসাৎ করবে বলে পরিকল্পনা করেন। পরে খোকন হালদার ও ইকবাল হোসেনকে ইজিবাইকে যাওয়ার সময় ছিনিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেন। ছিনতাই করার সময় শাহজালাল কোন রকম প্রতিরোধ না করে সহজেই টাকার ব্যাগটি ছেড়ে দেন। পরে তারা তিনজন টাকা ভাগাভাগি করে নিয়ে যায়। তিনি আরও জানান, আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *