
বাংলা সিনেমা; পুলিশের ভাবমূর্তি ও সামাজিক বাস্তবতা
এসব ডায়ালোগ বা দৃশ্যের কারণে সিনেমার পরিচালক ও অভিনেতাকে আটক করার বিরোধিতা করবো কি না বুঝতে পারছি না। তবে, দৃশ্যটা দেখার সময় আমার কাছে মনে হয়েছে- মানুষ যদি সপরিবারে এই সিনেমা দেখতে যায় তাহলে কি হবে? অপরাধের শিকার হওয়া মানুষ যদি এমন দৃশ্যকে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নেয় তাহলে তারা বিচার চাইতে থানা পর্যন্ত যাওয়ার সাহস করবে কি না?