সিরিয়ায় জনবহুল বাজারে গাড়িবোমা বিস্ফোরণে হতাহত ২৮

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের অনুগত বিদ্রোহীগোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় একটি জনবহুল বাজারে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে আট জন নিহত এবং আহত হয়েছেন ২০ জনের বেশি বাসিন্দা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটির তুর্কি সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার শহর আজাজের একটি ব্যস্ত বাজারে শনিবার গাড়িতে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে বাসিন্দারা এবং উদ্ধারকারীরা জানিয়েছেন।

তারা জানান, ঈদ উপলক্ষে পবিত্র রমজান মাসে গভীর রাতে কেনাকাটা করার সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। হামলার সময় পরিবারের সাথে কেনাকাটা করতে ঘটনাস্থলের কাছে ছিলেন ইয়াসিন শালাবি নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘ক্রেতাদের প্রচণ্ড ভিড়ের মধ্যে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।’ অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

সর্বাধিক পঠিত

কুলসুম থেকে ম্যারিও সিমো ভ্যার্মো
ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন