জিম্মি মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ ইসরায়েলে

জিম্মি মুক্তির দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। শনিবার (৩ মার্চ) তেল আবিবের রাজপথে নামে হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জিম্মি উদ্ধারে ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা। ভুক্তভোগী পরিবারের স্বজনরাও ছিলেন সমাবেশে।

হামাসের কাছে আটক ১৩৪ জিম্মিকে ফেরাতে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। জেরুজালেমেও নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে ইসরায়েলিরা। গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধবিরতি চুক্তির দাবি জানান তারা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে পদযাত্রা কর্মসূচির আহ্বান জানান আয়োজকরা। চার দিন ব্যাপী চলবে এই র‍্যালি।

এর আগে গত বছরের ৭ অক্টোবর, ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন অভিযান চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাস। জিম্মি করে নিয়ে যায় আড়াই শতাধিক মানুষকে। কয়েক দফায় শতাধিক মুক্তি পেলেও এখনো বন্দি ১৩৪ জন।